thought

15 Proposals for Expanding Forensic Services and Education in Bangladesh

বাংলাদেশে ফরেনসিক সেবা শিক্ষার উন্নয়নে প্রস্তাবনা

বাংলাদেশের জনগণকে নিরপেক্ষ দ্রুত বিচার প্রদান এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি এন্ড সাইন্সেস-এর পক্ষ থেকে  ১৫ টি  প্রস্তাবনাগুলো তুলে ধরা হলো:

. ন্যাশনাল ফরেনসিক সাইন্সেস ল্যাবরেটরি প্রতিষ্ঠা

  • একটি কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন।
  • প্রতিটি বিভাগীয় শহরে এর শাখা সম্প্রসারণ।

. ফরেনসিক সাইন্স শিক্ষার প্রসার

  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফরেনসিক সাইন্সের এপ্লাইড বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা।
  • একটি বিশেষায়িত ফরেনসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যেখানে শিক্ষা গবেষণার পাশাপাশি কেস সমাধানের সুযোগ থাকবে।

. সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

  • একাধিক প্রতিষ্ঠানকে ফরেনসিক রিপোর্ট প্রদান ক্রস ভেরিফিকেশনের অনুমতি দেওয়া।
  • একটি শক্তিশালী মনিটরিং বোর্ড গঠন।

. ভিডিও রেকর্ডিং সিস্টেম

  • পুলিশের শরীর এবং যানবাহনে ভিডিও রেকর্ডিং সিস্টেম চালু করা।
  • ক্রাইম সিন এবং তদন্ত কার্যক্রমের সকল কথোপকথন রেকর্ড করে সংরক্ষণ।

. ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে প্রেরণ

  • মাঝারি গুরুতর অপরাধের ক্ষেত্রে ফরেনসিক টিমকে দ্রুত উপস্থিত হওয়া বাধ্যতামূলক করা।
  • বিষয়ে নতুন আইন নীতিমালা প্রণয়ন।

. সমন্বিত প্রশিক্ষণ ব্যবস্থা

  • পুলিশ, ফরেনসিক বিশেষজ্ঞ, ডাক্তার এবং বিচারকদের জন্য যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা।

. ফরেনসিক মেডিসিন ওসিসি (One Stop Crisis Center)

  • জনবল বৃদ্ধি এবং কার্যক্রম আরও সহজ দ্রুততর করা।

. সিসিটিভি নেটওয়ার্ক সম্প্রসারণ

  • শহরগুলোতে সিসিটিভি নেটওয়ার্ক সম্প্রসারণ।
  • অপরাধ সংঘটিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে Digital Forensic রিপোর্ট সরবরাহ করা।

. বিচারিক কার্যক্রম রেকর্ডিং

  • আদালতের বিচারিক কার্যক্রম ভিডিও আকারে সংরক্ষণ এবং প্রয়োজনে প্রকাশ।

১০. অপরাধ প্রতিরোধ দমনে বাজেট বরাদ্দ

  • ফরেনসিক কার্যক্রমের জন্য আলাদা বাজেট বরাদ্দ।

১১. আধুনিক ল্যাবরেটরি সরঞ্জাম

  • প্রতিটি ল্যাব আধুনিক প্রযুক্তি সরঞ্জামে সজ্জিত করা।
  • ল্যাব পরিচালনার জন্য দক্ষ বিশেষজ্ঞ নিয়োগ।
  • ল্যাবের জন্য দ্রুত তহবিল বরাদ্দ এবং এটি National Importance হিসেবে বিবেচনা।

১২. বিদেশি বিশেষজ্ঞ প্রযুক্তির ব্যবহার

  • বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে দেশের ফরেনসিক বিশেষজ্ঞ এবং শিক্ষক তৈরি।
  • বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের দেশে এনে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া।
  • তদন্ত রিপোর্ট প্রক্রিয়া দ্রুততর করতে AI & Machine Learning প্রযুক্তির ব্যবহার।

১৩. জাতীয় অপরাধ ডাটাবেস গঠন

  • অপরাধীদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ।

১৪. অপরাধ সচেতনতা কর্মসূচি

  • স্কুল-কলেজ পর্যায়ে ফরেনসিক বিজ্ঞান অপরাধ সচেতনতা নিয়ে সেমিনারের আয়োজন।

১৫. দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান

  • আগামী মাস থেকে বছরের মধ্যে ফরেনসিক সেবায় আত্মনির্ভরশীল হওয়ার জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা।

শর্ট-টার্ম পরিকল্পনা

  1. ডিজিটাল সাইবার ফরেনসিক টিম গঠন:
    • সিএসই, আইটি, এবং সাইবার সিকিউরিটি শিক্ষার্থীদের মাসের বিশেষায়িত প্রশিক্ষণ।
    • প্রতিটি জেলায় ডিজিটাল ফরেনসিক টিম গঠন।
  2. ফরেনসিক বিশেষজ্ঞ তৈরি:
    • মাইক্রোবায়োলজি, বায়োলজি, এমবিবিএস, বিডিএস, প্যারামেডিকেল, রসায়ন, সাইকোলজি ইত্যাদি বিষয়ে মাস্টার্স করা শিক্ষার্থীদের প্রশিক্ষণ।
    • প্রতিযোগিতামূলক স্যালারি দিয়ে তাদের কাজে যুক্ত করা।

লং-টার্ম পরিকল্পনা

  1. আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা:
    • বিদেশি শিক্ষকদের নিয়োগ দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় পরিচালনা।
    • প্রতিটি বিষয়ের জন্য আলাদা প্রশিক্ষক নিয়োগ।
  2. বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন:
    • নিম্নোক্ত ফরেনসিক শাখাগুলোতে শিক্ষা গবেষণার সুযোগ তৈরি:

      • Forensic Science
      • Forensic Medicine
      • Forensic Dental
      • Forensic Toxicology
      • Forensic Psychology
      • Forensic Anthropology
      • Forensic Biology
      • Forensic Chemistry
      • Forensic Physics
      • Forensic Documentation
      • Cyber Forensics
      • Digital Forensics
      • Forensic Accounting
      • Forensic Nursing
      • Forensic Entomology
      • Forensic Botany
      • Forensic Zoology
      • Forensic Geology
      • Forensic Engineering
      • Forensic Architecture

Bangladesh Institute of Forensic Psychology and Sciences; BIFPS Consultancy Ltd. has become the first forensic-based company in Bangladesh, marking a significant milestone in the nation’s forensic science landscape. Since its inception on December 5, 2020, BIFPS has been dedicated to advancing forensic sciences, forensic psychology, cybersecurity, crime investigation, and comprehensive forensic services, including Document Examination, Fingerprint Analysis, Body Language Analysis, Digital Forensics, crime investigation, etc.

Address: 1/85/C, 1st floor, Eastern Banabithi Shopping Complex (Dosh Tola Market), 420 Dakhin Banasree Project Road, Dhaka 1217. Contact Us: +8801988896656.